রান আউট বিতর্কে প্রাইম ব্যাংকের অধিনায়ক, কোচ ও ম্যানেজারকে জরিমানা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমের শুরুটা হলো বিতর্ক দিয়ে। গতকাল সোমবার (৩ মার্চ) বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্স বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে বিতর্কিত রান আউটের ঘটনায় বাগবিতণ্ডায় জড়ান দুই দলের ক্রিকেটার ও কর্মকর্তারা। যার জেরে কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে শাস্তি দেওয়া হয়েছে।
অশোভন আচরণের জন্য প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যানেজার দেব চৌধুরীও সমান অঙ্কের জরিমানা গুনেছেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় বিসিবি। জরিমানার পাশাপাশি অধিনায়ক শুক্কুরকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
উইকেটরক্ষক এই ব্যাটারের নামের পাশে আগেই ছিল ১টি ডিমেরিট পয়েন্ট। যার ফলে সবমিলিয়ে তার ডিমেরিট পয়েন্ট হলো চার। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞায় থাকছেন তিনি।
মূলত, রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে রান নিতে গিয়ে রানআউটের শিকার হন অধিনায়ক শুক্কুর। এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলের কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক ইরফান শুক্কুর। তারা ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেন। এই ঘটনায় প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ ছিল।
জয় দিয়েই টুর্নামেন্টের শুরু করেছে প্রাইম ব্যাংক। বিকেএসপির মাঠে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২১৬ রানে অলআউট হয় রুপগঞ্জ টাইগার্স। ওপেনার আব্দুল মজিদের ব্যাট থেকে আসে ৫৩ রান। এছাড়া তানবীর হায়দার করেন ৪৭ এবং মাহমুদুল হাসান করেন ২৮ রান। রান তাড়ায় নেমে ১১৩ রানে ৭ উইকেট হারানোর পর শামীম পাটোয়ারি ও খালেদ আহমেদের ব্যাটে শেষ পর্যন্ত ৩২.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।