ওয়ানডে ফরম্যাট থেকে মুশফিকের অবসরের ঘোষণা

দীর্ঘ ১৯ বছরের পথচলা থামিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম। আলোচনা-সমালোচনার মাঝে বুধবার (৫ মার্চ) রাতে অবসরের ঘোষণা দেন মুশফিক। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওয়ানডে থেকে অবসরের কথা জানান মুশফিক।
২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষিক্ত হন মুশফিক। ১৯ বছরের টগবগে যুবক পরের প্রায় দুই দশকে হয়ে ওঠেন বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। লাল-সবুজের জার্সিতে মুশফিক তৈরি করেন ভরসার জায়গা। মি. ডিপেন্ডেবল মুশফিক সাম্প্রতিক দিনগুলোতে ভরসার জায়গাটা ঠিক রাখতে পারছিলেন না। অবশেষে, জানালেন অবসরের বার্তা। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে রইল ওয়ানডেতে মুশফিকের শেষ ম্যাচ।
আরও পড়ুন : শতভাগের চেয়ে বেশি দিয়ে খেলেছি, বিদায়ী বার্তায় মুশফিক
নিজের ফেসবুক পেজে অবসরের বার্তা দিয়ে মুশফিক লেখেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত। তবে, একটি ব্যাপার নিশ্চিত। যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিজের শতভাগের চেয়ে বেশি উজাড় করে দিয়েছি। গত কয়েকটি সপ্তাহ আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি অনুধাবন করেছি, এটাই আমার নিয়তি। আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থক যাদের জন্য গত ১৯ বছর ধরে খেলেছি, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন : মুশফিকের বিদায়ে সতীর্থদের প্রতিক্রিয়া
একদিনের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড় এবং ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭ হাজার ৭৯৫ রান। স্ট্যাম্পিং ও ক্যাচ মিলিয়ে ডিসমিসাল করেছেন ২৯৯টি।