পুরোদমে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে পুরোদমে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ। সিলেট ও চট্টগ্রামে জিম্বাবুয়েকে আতিথ্য দেবে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের আগে সিলেটে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। ৮ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হলেও দলের সঙ্গে যোগ দিয়েছেন স্কোয়াডের বাকি ৭ জন।
১৫ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের সব সদস্যদের নিয়ে সিলেটে প্রস্তুত হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের সঙ্গে অবশ্য নেই স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র অনুসারে জানা গেছে এই খবর। মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি এখনও আছে। তবে, এই সিরিজে তার বদলে স্পিন কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। বিসিবির সঙ্গে বছরে ১৩০ দিন কাজ করার চুক্তি মুশতাকের। মূলত, এই কারণে আসন্ন সিরিজে রাখা হচ্ছে না তাকে।
সাদা পোশাকের সিরিজে অংশ নিতে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। ঢাকায় একদিন থেকে তারা রওনা দেবে প্রথম ম্যাচের ভেন্যু সিলেটের উদ্দেশে।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হবে আগামী ২০ এপ্রিল থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট চলবে ২৮ এপ্রিল-২ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।