জাতীয় দলে ফিরে কেমন লাগছে নেইমারের?

জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বাদ কেমন, গত দেড় বছরে প্রায় ভুলতে বসেছেন নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলার চোটরে সঙ্গে লড়াই করতে করতে অনেকটা হাঁপিয়েই উঠেছিলেন। তার শেষ দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু, হাল ছাড়েননি নেইমার।
হাল না ছাড়ার পুরস্কার পেয়েছেন তিনি। ১৭ মাস পর ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন নেইমার। সম্প্রতি আল-হিলাল ছেড়ে সান্তোসে যোগ দিয়েছেন ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে। সান্তোসে যে কয়টি ম্যাচ খেলেছেন, আলো ছড়িয়েছেন তিনি। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও তাই আর উপেক্ষা করতে পারেননি নেইমারকে।
ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের চোটে পড়েন তিনি। পরের ১ বছর মাঠের বাইরে কাটাতে হয় তাকে। চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। নেইমার সেই ম্যাচ দুটির ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেই ডাক পেয়েছেন।

নিজের ফেরার খবরটা সান্তোস তারকা দেখেছেন টিভিতে। দরিভালের সংবাদ সম্মেলন টিভিতে দেখার মুহূর্তটি ইন্সটাগ্রামের স্টোরিতে শেয়ার করেন নেইমার। সেখানে লেখেন— ‘দলে ফিরতে পেরে খুব আনন্দ লাগছে।’
নেইমারের ফেরার খবরে উচ্ছ্বসিত সমর্থকরাও। সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ফিরলে বাছাইপর্বে দলের যে বেহাল দশা, সেখান থেকে মুক্তির আশাতেই আছে হলুদ জার্সির সমর্থকরা।