চোট নয় অন্য কারণে দল থেকে বাদ পড়েছেন, দাবি নেইমারের

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তির ঘোষণা করা ২৫ সদস্যের ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। ব্রাজিল কোচ জানিয়েছিলেন চোটের কারণে নেইমারকে স্কোয়াডে রাখা হয়নি। তবে নেইমার অস্বীকার করেছেন আনচেলত্তির দাবি। নেইমার জানিয়েছেন চোটের কারণে তিনি বাদ পরেননি।
স্কোয়াড ঘোষণার দিনে আনচেলত্তি বলেছিলেন, নেইমার হালকা চোটে ভুগছেন এবং দলে থাকতে হলে সম্পূর্ণ ফিট থাকা জরুরি। কিন্তু নেইমার একটি ম্যাচের পুরো সময় মাঠে থেকে বুঝিয়ে দিলেন তিনি আসলে ফিট। এরপর যা বলেছেন সেটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
গত রোববার (৩১ আগস্ট) ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন নেইমার। এরপর ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার অ্যাডাক্টরে সামান্য ফোলা ছিল, কিছুটা অস্বস্তিও ছিল, কিন্তু তেমন কিছু গুরুতর নয়। এর প্রমাণ হল আমি আজ ম্যাচ খেলেছি। বাহিয়ার বিপক্ষে খেলিনি। যেকারণে ওরা সিদ্ধান্ত নেয় আমাকে কয়েকটা অনুশীলন থেকে বিশ্রাম দেওয়ার, যাতে আমি ঠিকভাবে সেরে উঠতে পারি।’
এরপর তিনি স্পষ্ট করতে চেয়েছেন যে ইনজুরির কারণে তাদে দলে না রাখার বিষয়টি আসলে ঠিক নয়। ভিন্ন কোন কারণ ছিল বাদ পড়ার, তবে কোচের মতামতকে তিনি সম্মান জানিয়েছেন।
নেইমার বলেন, ‘আমি বাদ পড়েছি সম্পূর্ণ টেকনিক্যাল কারণে, এর সঙ্গে আমার শারীরিক অবস্থার কোনো সম্পর্ক নেই। এটা কোচের মতামত এবং আমি সেটা সম্মান করি। যেহেতু আমি দলে নেই, এখন আমাদের দলকে সমর্থন দিতে হবে।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যরা। ইতোমধ্যে সেলেসাওদের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে তারা।