চ্যাম্পিয়নস ট্রফি
ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকছেন যারা

অপেক্ষার পালা শেষের পথে। শিরোপা নির্ধারণী ম্যাচ থেকে এক পা দুরত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ৯ মার্চ দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এর আগে আইসিসি জানিয়েছে, ফাইনালে আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের দায়িত্বে থাকবেন কারা।
ফাইনালে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অস্ট্রেলিয়ার পল রেইফেল। টুর্নামেন্টের দুই সেমিফাইনালেও অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই দুজন।
২০২৩ সালে ওয়ানডে এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়া ইলিংওয়ার্থ।
তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে যথাক্রমে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আরেক শ্রীলঙ্কান রঞ্জন মাদুগালে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সর্বশেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালে। নিউজিল্যান্ডের অপেক্ষা অবশ্য দীর্ঘ ২৫ বছরের। ২০০০ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরে শিরোপার স্বাদ পেয়েছিল কিউইরা। ভারত ২০১৩ সালে জেতার আগে ২০০২ এর আসেরে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে সেরা হয়েছিল। ২০১৭ সালে অনুষ্ঠেয় সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয় ভারত।