বাড়তি সুবিধা পায়নি ভারত বরং ভালো খেলেছে, দাবি ব্যাটিং কোচের

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে কম কথা হয়নি। এক ভেন্যুতে খেলা থেকে শুরু করে ভ্রমণ জটিলতা এড়ানো, চেনা কন্ডিশন, চেনা উইকেট—সবকিছুই ছিল ভারতের নখ-দর্পনে। তবুও ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক সমালোচনার বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তুললেন। ভারতের সুবিধা পাওয়ার ব্যাপারের ভিন্ন সুর তার কণ্ঠে। বরং বাড়তি সুবিধা নয় ভারত ভালো খেলেছে বলে জিতেছে বলে মনে করেন এই কোচ।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে মূল হোস্ট পাকিস্তান। তবে ভারতের খেলতে যাওয়ার আপত্তির কারণে পাকিস্তানের সঙ্গে যোগ হয় সংযুক্ত আরব আমিরাতের নাম। শুধুমাত্র ভারতের ম্যাচগুলো হচ্ছে আরব আমিরাতে। তাছাড়া ভারত ফাইনালে ওঠায় মূল স্বাগতিক পাকিস্তান শিরোপার লড়াই আয়োজন করতে পারছে না। একই কন্ডিশনে খেলে খেলে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে ভারত। এমনকি ফাইনালেও শিরোপার লড়াইয়ে নিশ্চিত ফেভারিট বিরাট কোহলির দল।
তাই গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতের বাড়তি সুবিধা নিয়ে বেশ আলোচনা হয়েছে। ভারতের কারণে অন্য দেশগুলোকেও এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে হয়েছে। তাই সমালোচনা হওয়াটাই স্বাভাবিক ছিল।
যদিও ভারতীয় ব্যাটিং কোচ মনে করছেন না ভারত কোনো আলাদা সুবিধা পাচ্ছে। ফাইনালের আগে সিতানশু বলেছেন, “আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।”
ভারতীয় কোচ আরও বলেছেন, “টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়। জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।”