টুর্নামেন্ট সেরা রাচিন রবীন্দ্র

উদীয়মান তারকা হিসেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়ান রাচিন রবীন্দ্র। বিশ্বকাপের পর নিজেকে তিনি মেলে ধরলেন চ্যাম্পিয়নস ট্রফিতেও। ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় মর্যাদাসম্পন্ন আসর, মিনি বিশ্বকাপও বলা হয় চ্যাম্পিয়নস ট্রফিকে। সেই টুর্নামেন্টে নিজেকে আরও একবার প্রমাণ করলেন রাচিন। বড় মঞ্চের তারকা হিসেবে খ্যাতি মিলেছে ইতোমধ্যে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপার খুব কাছে গিয়ে হারে নিউজিল্যান্ড। রোববারের (৯ মার্চ) ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হার মানে কিউইরা। ম্যাচ হারলেও রাচিন ছিলেন আপন আলোয় উজ্জ্বল। ফাইনালে প্রথমে ব্যাট হাতে দলকে এনে দেন দারুণ শুরু। ২৯ বলে খেলেন ৩৭ রানের ইনিংস।
ব্যাটিংয়ে ভালো করা রাচিন বল হাতেও কিউইদের এনে দেন ব্রেক থ্রু। গুরুত্বপূর্ণ সময়ে ফেরান বিপদজনক হয়ে ওঠা রোহিত শর্মাকে। ভারতীয় অধিনায়কের বিদায়ে নিউজিল্যান্ড জমিয়ে তোলে ম্যাচও। যদিও, শেষ হাসি হাসতে পারেনি।
আসরে ৪ ম্যাচ খেলে ২ সেঞ্চুরিতে ২৬৩ রান করেন ২৫ বছর বয়সী রাচিন। ৬৮.৭৫ গড়ে রান করা এই তারকার ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন বাংলাদেশের সঙ্গে। সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে করেন ১০৮ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩ উইকেট।