রেকর্ড ডাকছে কোহলিকে!

বিরাট পরিসরে বিরাট কোহলির বিকল্প আসলে তৈরি হয়নি সাম্প্রতিক দিনগুলোতে। বড় মঞ্চ এলেই জ্বলে ওঠেন তিনি। সারা বছর যতটা ছন্দে থাকেন, আইসিসি ইভেন্ট এলে তিনি ছাড়িয়ে যান নিজেকে। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতেই যেমন খেলেছেন দুর্দান্ত দুটি ম্যাচ জেতানো ইনিংস।
কোহলির ছন্দে ভর দিয়ে ভারতও উঠেছে ফাইনালে। দুবাইয়ে আগামীকাল রোববার (৯ মার্চ) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ব্লু আর্মিরা। এর আগে কোহলির সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া থেকে ৪৬ রান দূরে কোহলি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে গেইল করেছেন ৭৯১ রান। সমান কোহলি ১৭ ম্যাচে কোহলির রান ৭৪৬। ফাইনালে ৪৬ রান করতে পারলেই গেইলকে ছাড়িয়ে যাবেন তিনি। যে ছন্দে আছেন কোহলি, তাতে ৪৬ রান খুব কঠিন কিছু নয়।
একটা সময় বিরাট কোহলি ছিলেন চূড়ান্ত আগ্রাসী। সেটা মাঠ ও মাঠের বাইরে, দুই জায়গাতেই। সময়ের ব্যবধানে বাহ্যিক আগ্রাসন থেমেছে। বোলারদের শাসন করে যাচ্ছেন নিয়মিতই। মাঠে কোহলি এখন শান্ত। খেলেন দেখেশুনে। কিন্তু প্রতিপক্ষ জানে, কতটা মূল্য দিতে হয়। ধীরস্থিরভাবেও যে ঝড় তোলা যায়, তা কোহলি দেখিয়ে যাচ্ছেন দিনের পর দিন।