ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে কারা, যা আছে নিয়মে

১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে যে যাত্রা শুরু হওয়া মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামছে আজ। মর্যাদার ফাইনালে দুপুরে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনাল যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে শিরোপা নির্ধারণের নিয়মই বা কি? ক্রিকেটপ্রেমীদের মধ্যে এসব প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।
অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, আকাশে সূর্য ও মেঘের উপস্থিতিতে উষ্ণ থাকবে দুবাইয়ের আবহাওয়া। যদি বৃষ্টির কারণে যদি খেলা পণ্ড হয়, তাহলে কী হবে। নিয়ম অনুযায়ী, ফাইনালে ফলের জন্য দুই দলকেই অন্তত ২৫ ওভার করে ব্যাট করতে হবে। তবে এবারের ফাইনালেও রিজার্ভ ডে রেখেছে আইসিসি।
ধরে নেওয়া যাক, ম্যাচ শুরুর পর বৃষ্টিতে খেলা আর এগিয়ে নেওয়া সম্ভব হলো না। তাহলে আজ বৃষ্টি নামার আগে খেলা যেখানে শেষ হবে, আগামীকাল সেখান থেকেই শুরু হবে। তবে আগামীকালও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
চ্যাম্পিয়নস ট্রফিতে অতীতে এমন দেখা গেছে। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ভেসে গিয়েছিল বৃষ্টিতে। কলম্বোয় রিজার্ভ ডে–ও বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
প্লেয়িং কন্ডিশনে আরও বলা হয়েছে, ‘রিজার্ভ ডে নেই—এমনটা ভেবে নিয়েই মাঠ, আবহাওয়া ও আলো–সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য থাকবে আম্পায়ারদের। যেন নির্ধারিত দিনে যতটা সম্ভব, খেলা এগিয়ে নেওয়া যায়। ফলের জন্য প্রতিটি দলকেই অন্তত ২৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পেতে হবে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তারা হারায় বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজ়িল্যান্ডকে। সেমিফাইনালে ভারত জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিউজ়িল্যান্ড গ্রুপ পর্বে শুধু ভারতের বিপক্ষে হেরে যায়। জয় পায় পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে । সেমিফাইনালে কিউইরা হারায় দক্ষিণ আফ্রিকাকে। সবমিলিয়ে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।