অপরিবর্তিত ভারত, কিউইদের একাদশে এক পরিবর্তন

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন ম্যাট হেরনি। ফাইনাল মঞ্চেও একই প্রতিপক্ষের বিপক্ষে বড় অস্ত্র হতে পারতেন। কিন্তু চোটের কারণে সেই ভাগ্য হলো না কিউই তারকার। কাঁধের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল থেকে ছিটকে গেছেন ম্যাট হেনরি। শিরোপার মঞ্চে হেনরির জায়গায় একাদশে ঢুকেছেন ন্যাথান স্মিথ। মোট তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে নেমেছে নিউজিল্যান্ড।
অন্যদিকে টানা জয়ের ছন্দে উড়তে থাকা ভারত ফাইনালেও অপরিবর্তিত। একাদশে কোনো বদল না এনেই কিউইদের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগের মতোই চার স্পিনার ও এক পেসার নিয়ে খেলছে রোহিত শর্মার দল।
প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা টুর্নামেন্টে বাজছে শেষের বাঁশি। ১৮ দিনের লড়াই শেষে ১৯তম দিনে শিরোপার লড়াইয়ে আজ রবিবার মাঠে নেমেছে দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মেগা ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতেছে নিউজিল্যন্ড। টস জিতে ভারতকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কিউইরা। তারা বেছে নিয়েছে ব্যাটিং।এই নিয়ে টানা ১৫ ওয়ানডেতে টসে হেরেছে ভারত। টানা ১২টিতে টসে হেরে কিংবদন্তি ব্রায়ান লারার পাশে বসলেন অধিনায়ক রোহিত শর্মা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, কাইল জেমিসন, উইল ও’রোক।
ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (কিপার), হার্দিক পান্ডিয়া, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, ভারুন চক্রবর্তী, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ শামি।