ভারতে অনুশীলন মাঠ নিয়ে অসন্তোষ কাবরেরার

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক দল হওয়ায় ভারত ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা পেলেও অনুশীলনের অযোগ্য মাঠে কোনো মতে বাংলাদেশ দলের প্রথম দিনের কর্মযজ্ঞ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাড়তি মনোযোগ বাংলাদেশের।
এ ম্যাচ উপলক্ষে শুক্রবার স্বাগতিকরা ক্লোজড ডোর অনুশীলন সেরেছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে। এখানেই হবে ম্যাচটি। ভারত ম্যাচকে সামনে রেখে এর আগে সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ। তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড়-কোচদের কাছে ছিল বিশ্বমানের।
মাঠ প্রসঙ্গে হাভিয়ের কাবরেরা বলেন, ‘‘না, এই মাঠ প্রস্তুতির জন্য যথাযথ নয়, কিন্তু ঠিক আছে। আমরা চেষ্টা করব, পরবর্তী দিনগুলোতে অনুশীলনের জন্য ভালো সুযোগ-সুবিধা পাওয়ার। আশা করি, সেটা আমরা পাব। আজকের সেশন হালকা এবং মানিয়ে নেওয়ার সেশন।”
কাবরেরা আরও যোগ করেন, ‘মূল ভেন্যুতে প্রস্তুতির সুযোগ পেলে অবশ্যই ভালো হবে এবং আমরা অন্তত এক-দুই দিন মূল ভেন্যুতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়, এটা ম্যানেজারের বিষয়, তাদেরকেই এ বিষয়টি দেখভাল করতে দিন। আশা করছি দ্রুতই সবকিছুর সমাধান হয়ে যাবে।’’
গত বছর গোলখরায় ভুগেছে বাংলাদেশ। আন্তর্জাতিক মঞ্চে ৯টি ম্যাচ খেলে গোল করেছে মোটে তিনটি। সুযোগ নষ্টের মিছিলে নামতে দেখা গেছে রাকিবদের। সেসব মাথায় রেখেই এবার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ফরোয়ার্ড রাকিব।
গোল করার বিষয়ে রাকিব বলেন, ‘এসব নিয়ে আমরা পরিকল্পনা করে অনেক অনুশীলন করেছি। গত ম্যাচগুলোতে আমরা অনেক সুযোগ মিস করেছি, আমরা সেটা জানি। এবার আমাদের ফরোয়ার্ডদের বাড়তি একটা চেষ্টা থাকবে গোল করার। কেননা আমরা জানি, জিততে হলে গোল করতে হবে, আমরা গোল করারই চেষ্টা করব।’