রোনালদোকে ছুঁতে পারবেন এমবাপ্পে, বিশ্বাস আনচেলত্তির

রিয়াল মাদ্রিদের ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন বড় অংশ জুড়ে। পর্তুগিজ যুবরাজের মহাতারকা হয়ে ওঠার সময়টা কেটেছে মাদ্রিদের ডেরায়। রোনালদোর দেখানো পথে হেঁটে ক্লাব ফুটবলের সর্বকালের সেরা দলটিতে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা আদর্শ মানেন সিআরসেভেনকে।
মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, রিয়ালে রোনালদোর যে ঐতিহ্য, সেটি স্পর্শ করার যোগ্যতা আছে এমবাপ্পের। মাদ্রিদের নাম্বার নাইন এমবাপ্পের এটি প্রথম মৌসুম। ইতোমধ্যে দলের সঙ্গে খাইয়েছেন। জিতিয়েছেন একাধিক ম্যাচ। কার্লো তাই মনে করেন, রোনালদোর মতো কিছু করে দেখানোর সামর্থ্য রাখেন এমবাপ্পে।
এমবাপ্পের প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘ভিন্ন দুজন খেলোয়াড়দের মধ্যে তুলনা করাটা কঠিন। তবে আশা করতে পারি, রিয়ালে রোনালদোর কৃতিত্বকে স্পর্শ করতে পারবে এমবাপ্পে। আমি মনে করি তার মধ্যে সেই সম্ভাবনা আছে। যদি সেটি হয় তাহলে রোনালদোর মতো একদিন এমবাপ্পেও রিয়ালের কিংবদন্তি হিসেবে পরিচিত হবে।’
লা লিগায় এখন পর্যন্ত ২৭ ম্যাচে ২২ গোল করেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৭টি। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কোপা, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে করেছেন একটি করে গোল।
লা লিগায় নিজের প্রথম মৌসুমে সিআরসেভেন করেছিলেন ২৬ গোল। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ৪০-এ। ২০১৪-১৫ মৌসুমে করেছিলেন সর্বোচ্চ ৪৮ গোল।