জানা গেল ২০২৮ অলিম্পিকের ক্রিকেট ভেন্যুর নাম

অলিম্পিক গেমসকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ।’ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক। প্রতি চার বছর পরপর অ্যাথলেটরা শ্রেষ্ঠত্ব প্রমাণে বিশ্বের সামনে নিজেদের মেলে ধরেন। ক্রীড়া মহাযজ্ঞে আমাদের নাম না জানা অনেক খেলা থাকলেও পরিচিত ক্রিকেট ছিল না এতদিন। তবে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে থাকছে ক্রিকেট।
এবার অলিম্পিক কর্তৃপক্ষ জানিয়েছে, কোথায় অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেটের ম্যাচগুলো। ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে আজ বুধবার (১৬ এপ্রিল) প্রকাশ করেছে সেটি। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্ট। ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে।
এর আগে প্রাথমিক পরিকল্পনা ছিল নিউইয়র্কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজনের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নিউইয়র্কে। পরবর্তীতে যাচাই বাছাই করে অলিম্পিক কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়ায় এই ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়।
পুরুষ ও নারী দুই বিভাগে ৬টি দল অংশ নিতে পারবে ২০২৮ অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বরাতে দেওয়া বিবৃতিতে আইসিসি জানায়, আইওসি ৬ দলকে খেলার অনুমতি দিয়েছে। পুরুষ ও নারী দলে মোট ৯০ জন ক্রিকেটার থাকতে পারবে। প্রতি দলের স্কোয়াড হবে ১৫ জনের। এটাই চূড়ান্ত করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।