জানা গেল অলিম্পিক ২০২৮ এর ক্রিকেট ম্যাচের সূচি

অলিম্পিক গেমসকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ।’ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক। প্রতি চার বছর পরপর অ্যাথলেটরা শ্রেষ্ঠত্ব প্রমাণে বিশ্বের সামনে নিজেদের মেলে ধরেন। ক্রীড়া মহাযজ্ঞে আমাদের নাম না জানা অনেক খেলা থাকলেও পরিচিত ক্রিকেট ছিল না এতদিন। তবে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে থাকছে ক্রিকেট। এবার জানা গেল, কবে কখন কোথায় হবে অলিম্পিক ক্রিকেটের ম্যাচগুলো।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আজ বুধবার (১৬ জুলাই) আসন্ন অলিম্পিক গেমসের সূচি প্রকাশ করেছে। আগেই জানা গিয়েছিল সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পোনোমার ফেয়ারগ্রাউন্ডস ক্রিকেট স্টেডিয়ামে। এটি লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সূচিতে বেশিরভাগ দিনই দুটি করে ক্রিকেট ম্যাচ থাকতে পারে। স্থানীয় সময় সকাল ৯টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় হবে সেসব ম্যাচ।
এর আগে প্রাথমিক পরিকল্পনা ছিল নিউইয়র্কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজনের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নিউইয়র্কে। পরবর্তীতে যাচাই বাছাই করে অলিম্পিক কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়ায় এই ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়।
পুরুষ ও নারী দুই বিভাগে ৬টি দল অংশ নিতে পারবে ২০২৮ অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে। আইওসির বরাতে দেওয়া বিবৃতিতে আইসিসি জানায়, আইওসি ৬ দলকে খেলার অনুমতি দিয়েছে। পুরুষ ও নারী দলে মোট ৯০ জন ক্রিকেটার থাকতে পারবে। প্রতি দলের স্কোয়াড হবে ১৫ জনের। এটাই চূড়ান্ত করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।