র্যাঙ্কিংয়ে এগোলেন বাংলার মেয়েরা

নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করার পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের। দলগত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের অবস্থানে থাকলেও বেশ কয়েকজন ক্রিকেটার ওপরের দিকে উঠে এসেছেন। যাদের মধ্যে আছেন নাহিদা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া কান ও ফাহিমা খাতুন।
বাংলাদেশি স্পিনার নাহিদা এখন নারী ওয়ানডেতে সমীহ জাগানিয়া একজন। বিশ্বমানের এই স্পিনার জায়গা করে নিয়েছেন ওয়ানডের সেরা দশে। ২ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং ১০ নম্বরে এসেছেন নাহিদা। তার রেটিং পয়েন্ট ৬১৮।
এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন রাবেয়া। দুই ধাপ এগিয়ে ৪৬ নম্বরে আছেন ফাহিমা। তবে, সবচেয়ে বড় লাফটা দিয়েছেন পেসার মারুফা। ১১ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে তিনি, যা তার ক্যারিয়ার সেরা।
শুধু বোলাররাই না, উন্নতি করেছেন ব্যাটাররাও। শারমিন আক্তার সুপ্তা ও রিতু মনি এগিয়ে এসেছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। ৮ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন শারমিন। ১৫ ধাপ উন্নতিতে রিতুর বর্তমান অবস্থান ৭৩ নম্বর।
এর আগে নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেরেছিলেন শারমিন। রাবেয়া ছিলেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। সেরা একাদশে নিজের জায়গা পাকা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।