চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল কি ভাবতে পেরেছিল, প্রথম টেস্ট শেষে থাকবে পরাজিত দলে? উত্তরটা ‘না’ হওয়ারই কথা। বাস্তবতা অবশ্য ভিন্ন। সিলেটে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে ঘরের মাঠে এখন শঙ্কা গোটা সিরিজ হারানোর।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ টেস্ট শুরু হবে আগামী ২৮ এপ্রিল থেকে। প্রথমটিতে হারায় সিরিজ জেতার সম্ভাবনা নেই বাংলাদেশের। ম্যাচ জিতলে ড্র হবে সিরিজ। আর হারলে ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ। ম্যাচ যদি ড্র হয়, তাতেও সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা।
ম্যাচটিতে অংশ নিতে সিলেট থেকে আজ শুক্রবার (২৫ এপ্রিল) চট্টগ্রামে পৌঁছেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দলের সঙ্গে যোগ দিয়েছেন এই টেস্টে ডাক পাওয়া এনামুল হক বিজয়। বাংলাদেশের পাশাপাশি পৌঁছেছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররাও। তাদের লক্ষ্য সিরিজ জেতা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন বিজয়। ঘরোয়া ক্রিকেটে পার করেছেন ৫০ সেঞ্চুরির মাইলফলক। পুরস্কারও পেয়েছেন দ্রুত। বিজয়ের ডাক পড়েছে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ডাক পেয়েছেন আরেক ক্রিকেটার তানভীর ইসলাম।