আনচেলত্তিকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদ, গন্তব্য ব্রাজিল?

ইতোমধ্যে খবর রটেছে, ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে দামি কোচ হতে চলেছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে নিতে সব ধরণের চেষ্টাই চালিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। আনচেলত্তির বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তাকে রাখা না রাখার ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
তবে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আনচেলত্তিকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হবে। ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকার কথা থাকলেও সেই সময় মাদ্রিদের ডাগআউটে দেখা যাবে না আনচেলত্তিকে।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে দামি কোচ হতে চলেছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে অনেক বেশি বেতনে নেওয়ার কথাবার্তা চলছে। চুক্তি হলে তিনিই হবেন দামি কোচ।
সব ঠিক থাকলে, জুন থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। রিয়ালের হয়ে দুই মেয়াদে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচের সঙ্গে ব্রাজিলের প্রাথমিক চুক্তি হতে পারে ২০২৬ সাল পর্যন্ত। যদিও, সুযোগ থাকবে ২০৩০ পর্যন্ত মেয়াদ বাড়ানোর। সবকিছু নির্ভর করছে বিশ্বকাপে সেলেসাওরা কেমন করে, তার ওপর। যে কারণে আনচেলত্তির মতো একজন হাই প্রোফাইল কোচকে দরকার ব্রাজিলের। খারাপ সময় কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে চোখ ৫ বারের বিশ্ব সেরাদের। এর আগে আছে মূলপর্বে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ।