সাদমানের শতকে ছুটছে বাংলাদেশ

রিচার্ড এনগারাভার বলটা দারুণ ড্রাইভে সীমানার বাইরে পাঠালেন সাদমান ইসলাম। বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হলো ৪ রান। ৯৬ রানে থাকা সাদমানের রান স্পর্শ করল তিন অঙ্কের ঘর। পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা। চার বছর পর আবারও সেঞ্চুরির স্বাদ নিলেন এই ওপেনার। প্রথম শতকটিও এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। ১৪২ বলে সেঞ্চুরি তোলার পথে ১৬টি চার মেরেছেন সাদমান।
সাদমানের ব্যাটে চড়ে এগিয়ে চলছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এনামুল হক বিজয়ের উইকেট হারালেও মুমিনুল হককে নিয়ে রানের চাকা সচল রেখেছেন তিনি। উদ্বোধনী জুটিতে এসেছে ১১৮ রান। ৩২ ইনিংস পর ওপেনিংয়ে সেঞ্চুরি জুটির দেখা পেয়েছে বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোর হওয়ার আগে বিজয়ের ব্যাট থেকে আসে ৩৯ রান। প্রায় তিন বছর পর টেস্টে ফেরা বিজয়ের এটি বাংলাদেশের জার্সিতে নিজের সর্বোচ্চ।
ওপেনিংয়ের ছন্দে ফেরা
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছে ২৬ ওভারে বিনা উইকেটে ১০৫ রান। দুই ব্যাটার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় মিলে জিম্বাবুয়ে বোলারদের কোনো সুযোগ দেননি।
সকালের শুরুতে মুখোমুখি হওয়া প্রথম বলটাই হয়ে রইল জিম্বাবুয়ের শেষ। টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের বলে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্লেসিং মুজারাবানি। তাতে শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে আজ সকালে ৯০.১ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে ৬০ রানে ৬ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ৪২ রানে ২ উইকেট পান নাঈম। অভিষিক্ত সাকিবের ঝুলিতে ১টি উইকেট।