বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের সূচি প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ শুক্রবার (২ মে) সিরিজের সময়সূচি প্রকাশ করেছে এমিরেটস ক্রিকেট। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সূচি প্রকাশ করেছে আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।
চলতি মাসের ১৭ ও ১৯ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ম্যাচের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচগুলো।
এখন পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে প্রতিটি ম্যাচে। দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। তিন বছর পর আবারও দেখা যাবে মাঠের লড়াইয়ে।
এদিকে, চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এর আগে শারজাতে খেলবে ২ ম্যাচের সিরিজটি। এটি শেষে পৌঁছাবে পাকিস্তানে। সেখানে আগামী ২৫ মে থেকে শুরু হবে সিরিজ।
২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ফয়সালাবাদ ও লাহোরে অনুষ্ঠিত হবে। ২৫ ২৭, ৩০ মে এবং ১ ও ৩ জুন মাঠে গড়াবে ম্যাচগুলো। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।