বার্সা ম্যাচের আগে মার্টিনেজকে ঘিরে দুঃসংবাদ

দারুণ ছন্দে আছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের আর্জেন্টাইন এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ইতালিয়ান সিরি আ’তে করেছেন ২১ গোল। ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ছন্দে আছেন চ্যাম্পিয়ন্স লিগেও। আসরে করেছেন ৮ গোল। ফাইনাল খেলার দ্বারপ্রান্তে আছে ইন্টার।
এমন সময়েই দুঃসংবাদ এলো মার্টিনেজকে ঘিরে। আগামী সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হ্যামস্ট্রিং চোটের কারণে বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগে ইন্টার অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্পেনে অনুষ্ঠিত প্রথম লেগে বার্সার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ইন্টার। ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি মার্টিনেজ। চোটের কারণে মাঠ ছাড়েন। সান সিরোতে ফিরতি লেগে মার্টিনেজের ফেরা নিয়ে তখনই সংশয় প্রকাশ করেছিলেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি।
ক্লাবের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে হ্যামস্ট্রিং চোটে ছিটকে পড়েছেন মার্টিনেজ। তবে, কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে তা জানানো হয়নি। ইতালিয়ান বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, অন্তত এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ইন্টার অধিনায়ককে। ফলে, বার্সার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে না পাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।