আর কত পেছাবে বাংলাদেশ?

পরিসংখ্যানের পাতায় চোখ বোলালে দেখা যাবে, ২০০৪ সালের পর বাংলাদেশের ক্রিকেটে এতটা খারাপ সময় আসেনি। বিশেষত, ওয়ানডে ফরম্যাটে। যে ফরম্যাটটাকে বলা হয় লাল-সবুজের প্রিয় ফরম্যাট। সেই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান এখন ১০ নম্বরে। হালের আফগানিস্তান তো বটেই, নিজেদের হারিয়ে খোঁজা ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কাও আছে বাংলাদেশের ওপরে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আফগানিস্তান আছে সপ্তম স্থানে, ওয়েস্ট ইন্ডিজ নবম। এক ঝাঁক নক্ষত্রের বিদায়ের পর শ্রীলঙ্কা দল রীতিমতো ভেঙে পড়েছিল। খেলতে পারেনি সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও। সেখান থেকে তারা এখন উঠেছে চার নম্বরে।
বাংলাদেশের খেলা সর্বশেষ ৯ ওয়ানডেতে জয় মাত্র একটি। হেরেছে আফগানিস্তানের কাছে সিরিজ। পয়েন্ট টেবিলের ১১-তে থাকা জিম্বাবুয়ে ম্যাচ খেলার সুযোগ কম পায়। ফলে, আপাতত বাংলাদেশের স্বান্তনা, ১০ এর বাইরে যেতে হচ্ছে না।
আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬, পয়েন্ট ২ হাজার ২০৫। ১২৪ রেটিং ও ৪ হাজার ৪৭১ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে।
যে ফরম্যাট বাংলাদেশের সবচেয়ে প্রিয়, সেখানেই মুখ থুবড়ে পড়েছে। সুযোগ-সুবিধা, চাকচিক্য, আভিজাত্য—কোনো কিছুর কমতি নেই বাংলাদেশ দলের। তবু, মাঠের খেলায় তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কখনও কখনও জ্বলে ওঠেন, তাতে মেতে ওঠে ভক্তরা। তারকারাও ভাবেন, কাজ তো হলোই। পারফরম্যান্সের এমন নিম্নমুখী গ্রাফ আসলে কী বার্তা দিচ্ছে? এভাবে আর কত পেছাবে বাংলাদেশ? উত্তর আসলে ক্রিকেটারদের হাতে, তবে তাদের বোধহয় জানা নেই তা।