আনচেলত্তিকে নিয়ে যে কারণে খুশি নন ব্রাজিলের প্রেসিডেন্ট

ইতিহাস গড়ে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। প্রথম বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব নিলেন তিনি। এতদিন ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে যত সাফল্য এসেছে, সবই স্বদেশিদের হাত ধরে। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দামি কোচও হতে চলেছেন আনচেলত্তি।
আনচেলত্তিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে ব্রাজিল ভক্তরা, তখন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছেন, এই নিয়োগে তিনি খুশি নন। চীন সফরে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা বলেন, ‘সত্যি বলতে আমি বিদেশিদের বিপক্ষে নিই। কিন্তু আমার মনে হয়, ব্রাজিলেই অনেক মানসম্পন্ন কোচ আছেন যারা সেলেসাওদের নেতৃত্ব দিতে পারেন। আনচেলত্তি কখনও তার দেশ ইতালিকে কোচিং করায়নি। ২০২২ সালে ইতালি যখন বিশ্বকাপ খেলতে পারেননি, তিনি কেন সেই সমস্যার সমাধান করেননি?’
তবে, আনচেলত্তির প্রশংসাও করেছেন লুলা। তাকে বিচক্ষণ হিসেবে আখ্যা দিয়েছেন। আশা করছেন, তার দক্ষতা ও অভিজ্ঞতা ব্রাজিল দলকে সাহায্য করবে। সবার আগে ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে নিয়ে যাওয়ার কথা জানান লুলা।
২০২৬ সাল পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আনচেলত্তি। মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই আনচেলত্তিকে নেওয়া। পরবর্তীতে সুযোগ আছে, চুক্তির সময় বাড়ানোর।
আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে শুরু হবে আনচেলত্তির নবযাত্রা।