লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

দুর্দান্ত গোল উপহার দিয়ে সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতেন লামিনে ইয়ামাল। ছবি : এএফপি
দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। বৃহস্পতিবার (১৫ মে) রাতে এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে কাতালান ডার্বিতে ২-০ গোলে এস্পানিওলকে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
লামিনে ইয়ামাল দুর্দান্ত একটি গোলে করেন। শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলেছে এস্পানিওল। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফের্মিন লোপেস।
৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুটি দলই আর দুটি করে ম্যাচ খেলবে। নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের পক্ষে সম্ভব হবে না।
এক মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে এটি তাদের ২৮তম শিরোপা। গত আসরসহ রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।