আধা-ডজন গোলের ম্যাচে বার্সেলোনার নতুন ইতিহাস

রায়ো ভায়োকানোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। তবে ফিরেই দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আধা ডজন গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া ও ফেরমিন লোপেজ।
ক্যাম্প ন্যুর সংস্কার চলমান থাকায় খেলাটি হয়েছে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। ছোট এই মাঠেই গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা।
এই ম্যাচে লেভানডফস্কি ও রাফিনিয়া দুজনেই বদলি হিসেবে নেমে জোড়া গোল করেছেন। লা লিগার ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো দলের দুই বদলি খেলোয়াড় এক ম্যাচে দুটি করে গোল করলেন।
ম্যাচে আধিপত্য ধরে রেখেই জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ৭২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। ভালেন্সিয়া গোলে শট নিতে পারে মাত্র দুটি, যার একটি ছিল লক্ষ্যে।
ম্যাচের ২৯ মিনিটে ফেরান তোরেসের সহায়তায় লোপেজের গোলে এগিয়ে যায় করে বার্সেলোনা। ভ্যালেন্সিয়া প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি।
বিরতির থেকে ফিরে দ্বিতীয়ার্ধে রাফিনিয়া বদলি হিসেবে মাঠে নামার পর খেলার পরিস্থিতি বদলে যায়। ৫৩ মিনিটে রাশফোর্ডের ক্রস থেকে ব্যবধান দ্বিগুন করেন রাফিনিয়া, তিন মিনিট পর দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করেন লোপেজ। এরপর ৬৬ মিনিটে কাছ থেকে দুর্দান্ত শটে রাফিনিয়া আবার গোল করে ব্যবধান ৪-০ করেন ।
শেষের দিকে, বদলি হিসেবে নামেন রবার্ট লেভানডফস্কি ও দানি ওলমো। ৭৬ মিনিটে ওলমোর পাস থেকে গোল করেন লেভানডফস্কি, আর ৮৬ মিনিটে মার্ক বের্নালের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। এতেই ৬-০ গোলের বড় জয় নিশ্চিত হয় কাতালান ক্লাবটির।
এই জয়ের পর রিয়াল মাদ্রিদের থেকে ২ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১২ এবং বার্সেলোনার ১০।