ভিএআর বিতর্কের ম্যাচে বার্সেলোনাকে আটকে দিল ভায়েকানো

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা নতুন মৌসুমে তাদের জয়ের ধারাবাহিতকতাটা ধরে রাখতে পারলো না। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে তাদের আটকে দিয়েছে রায়ো ভায়েকানো। এগিয়ে থেকেও তাই শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরতে হয়েছে কাতালানদের।
রায়ো ভায়েকানোর মাঠ এস্তাদিও দি ভায়েকাসে রোববার (৩১ আগস্ট) স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে সমতায় পয়েন্ট ভাগাভাগি করে ফিরেছে বার্সেলোনা।
ম্যাচ শেষে অবশ্য কথা উঠেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে। ম্যাচের প্রথমার্ধে কাজ করেনি ভিএআর। এদিকে লামিন ইয়ামাল প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন বার্সেলোনাকে। ভিএআর থাকলে তারা পেনাল্টি পেতো কি না! ম্যাচ শেষে এই নিয়ে আক্ষেপটা থেকে গেছে ভায়েকানোর।
যে প্রতিষ্ঠান লা লিগায় ভিএআর নিয়ে কাজ করে, তারা বলেছে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ভিএআর কাজ করেনি। তবে দ্বিতীয়ার্ধে ঠিকঠাক ছিল।
লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যচজুড়ে দাপট দেখিয়েছে ভায়েকানো। ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় বার্সেলোনা, এর মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। অন্যদিকে ভায়েকানো ১৩ শট নিয়ে লক্ষ্যে রাখে ৭টি ।
এদিন পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে বার্সেলোনাকে রক্ষা করেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। পুরো ম্যাচে ৬টা অসাধারণ সেভ দিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
ম্যাচের প্রথমার্ধে ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। ভাইয়েকানো ডিফেন্ডার পেপ চাভারিয়া বক্সে ফাউল করেন ইয়ামালকে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পটকিক থেকে গোল করে প্রথমার্ধে ১-০ গোলে এগিযে যায় কাতালানরা।
এরপর দ্বিতয়ার্ধে বার্সেলোনাকে বেশ চাপে রাখে ভায়েকানো। ফ্রান পেরেজ সমতায় ফেরান ভায়েকানোকে। ৬৭তম মিনিটে ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় থাকা পেরেজের শট পোস্টে লেগেজালে জড়িয়ে যায়। ভালেন্সিয়া থেকে আসা তরুণ ফরোয়ার্ড ভায়েকানোর হয়ে প্রথম গোলের দেখা পেলেন।
এরপর ৮৬তম মিনিটে বার্সেলোনার জালে আরেকবার বল পাঠায় ভায়োকানো। কিন্ত অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হয় স্বাগতিকদের।
লা লিগায় ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বার্সেলোনা। টানা তিন জয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ এবং তাদের থেকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে আতলেতিক বিলবাও।