বিদায়বেলায় আলোনসোর আরেক রেকর্ড

শাবি আলোনসো যাওয়ার আগে জার্মান বুন্দেসলিগার সাদামাটা এক দল হিসেবেই ছিল বায়ার লেভারকুসেন। আলোনসো আসার পর ক্লাবটি আর সাধারণের কাতারে নেই। দুই মৌসুমে এত এত অর্জন গড়েছে ক্লাবটি, যা ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা থাকবে। আর সেই পাতায় বড় বড় করে লেখা থাকবে, শাবি আলোনেসো নামক এক জাদুকরের নাম।
১৯০৪ সালে প্রতিষ্ঠিত লেভারকুসেনের নাম হয়ে পড়েছিল নেভারকুসেন। কখনোই সেভাবে কিছু জিততে না পারা ক্লাবটিকে নেভারকুসেন থেকে নেভারলুসেন বানিয়েছেন আলোনসো। যারা জিতত না, তারা হারতে ভুলে গেছে! ১২০ বছরের হাহাকার মিটিয়ে ২০২৪ সালে লেভারকুসেনকে বুন্দেসলিগার শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন আলোনসো, কোনো ম্যাচ না হেরেই!
এতেই থামেননি তিনি। দুই মৌসুম শেষে যখন মেইঞ্জের বিপক্ষে শেষ ম্যাচে ডাগআউটে দাঁড়ালেন, তখন নামের পাশে যৌথ এক রেকর্ড। জার্মানিতে সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচে না হারার অনন্য এক অর্জন। বায়ার্ন মিউনিখের সঙ্গে যৌথভাবে ৩৩ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া আলোনসো সেটি ভেঙেও দিলেন। দুই মৌসুমে ৩৪ অ্যাওয়ে ম্যাচের একটিতেও হারেনি আলোনসোর লেভারকুসেন। ওই যে ফ্রম নেভারকুসেন টু নেভারলুসেন!
তবু, বিদায় নিতে হয়। আলোনসো ছাড়লেন লেভারকুসেন। তার গন্তব্য নিজের ঘর রিয়াল মাদ্রিদে। ২০২৮ সাল পর্যন্ত আলোনসোর সঙ্গে চুক্তি করেছে মাদ্রিদ। ২০২২ সালে লেভারকুসেনের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে জেতান বুন্দেসলিগা, জার্মান সুপার কাপ, ডিএফবি পোকাল কাপ। আড়াই বছরে হয়ে ওঠেন ক্লাবটির ইতিহাসের সফল কোচ। শেষ বেলাতেও রেখে গেছেন সাফল্যের ছাপ।