মদ্রিচের বিদায়ী ম্যাচে মাদ্রিদের জয়

রেফারির শেষ বাঁশি বাজার পর ধারাভাষ্যকার বলে উঠলেন, এই ম্যাচের ফল নিয়ে কেউ ভাবেনি। সত্যিই তা-ই! ম্যাচের ৮৬ মিনিটে হঠাৎ করে বন্ধ হয়ে যায় খেলা। দুদলের ফুটবলাররা ডাগআউটের পাশে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন। গ্যালারিতে কেউ কেউ প্ল্যাকার্ড উঁচিয়ে ধরলেন, কারও চোখে জল। আর মাঠের ঠিক মধ্যখানে দাঁড়িয়ে একজন হাত নাড়ছেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (২৪ মে) এমন দৃশ্যের জন্ম হয়েছে লুকা মদ্রিচের জন্য। লা লিগায় চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাংকোরা। কিন্তু, ফল ছাপিয়ে এটি হয়ে রইল লা লিগা ও বার্নাব্যুতে মদ্রিচের শেষ ম্যাচ। দর্শকের সঙ্গে চোখের জল ফেলেছেন মদ্রিচ নিজেও।
চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা গত ২২ মে দিয়েছিলেন মদ্রিচ। ক্রোয়েশিয়ান তারকা মাদ্রিদের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন, তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। পলে, সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বার্নাব্যু থেকে বিদায় নিলেন মদ্রিচ।
২০১২ সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে আসেন মদ্রিচ। সাদামাটা এক সাইনিং থেকে লস ব্লাংকোদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়েছেন এই ক্রোয়েশিয়ান তারকা। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। মদ্রিচ ছাড়া মাদ্রিদের মাঝমাঠ কল্পনা করা যায়নি এই সময়টাতে। তবে, সবাইকে থামতে হয়। থামছেন ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারও।
১৩ বছরের ক্যারিয়ারে মাদ্রিদে সম্ভাব্য সবকিছু জিতেছেন মদ্রিচ। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৪টি লা লিগাসহ জিতেছেন মোট ২৮টি শিরোপা। ২০১৮ সালে ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অর পেয়েছেন সাদা জার্সি গায়ে চাপিয়েই।