নেতৃত্ব উপভোগে মুখিয়ে গিল

ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। আসন্ন ইংল্যান্ড সফরে প্রথমবারের সাদা পোশাকে ভারতের নেতৃত্ব দেবেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডে শুরু হবে তার নতুন অধিনায়কত্বের অধ্যায়। নেতৃত্বের স্বাদ নিতে মুখিয়ে আছেন গিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত এক ভিডিওতে গিল বলেন, ‘এমন সুযোগ পাওয়া বড় সম্মানের। এটা অনেক বড় দায়িত্ব। আমি এই রোমাঞ্চকর চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় আছি এবং আমার মনে হয় ইংল্যান্ডে আসন্ন সিরিজটি খুবই রোমাঞ্চকর হবে। শুধু পারফরম্যান্স দিয়ে নয়, মাঠের শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম দিয়ে নেতৃত্বকে উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই।’
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ভারতের পরবর্তী অধিনায়ক নিয়ে। জসপ্রীত বুমরাহর নাম শোনা গেলেও তাকে দেওয়া হয়নি নেতৃত্ব। গত ২৪ মে সাদা পোশাকে ভারতের নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত হয় গিলের নাম।
বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার বলেন, ‘গিল অনেক তরুণ। আমরা অনেকের কাছ থেকেই মতামত নিয়েছি। তার সম্পর্কে ইতিবাচক কিছু পেয়েছি। ভারতের অধিনায়ক হওয়াটা ভীষণ চাপের কাজ। সবসময় এই চাপটা থাকে। আশাকরি, সে তা সামলাতে পারবে। আমরা বিশ্বাস করি, সঠিক ব্যক্তিকেই নেতৃত্বের জন্য বেছে নিয়েছি।’