বড় চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা আনচেলত্তির

দায়িত্ব পাওয়ার আগেই কার্লো আনচেলত্তিকে ঘিরে আশায় বুক বেঁধেছিল ব্রাজিল ভক্তরা। আনুষ্ঠানিকভাবে সোমবার (২৬ মে) ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলত্তি। তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় সবার সঙ্গে। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে আসন্ন দুটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন বর্ষীয়ান এই কোচ।
প্রথম স্কোয়াডে চমকে দিয়েছেন আনচেলত্তি। তার দলে জায়গা হয়নি নেইমারের। জায়গা পাননি রিয়াল মাদ্রিদে তার শিষ্য রদ্রিগো। অস্কারকে নিয়ে আলোচনা শোনা যাচ্ছিল। তাকে ফেরানো হয়নি। তবে, এক বছরের বিরতি দিয়ে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন কাসেমিরো।
অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন আনচেলত্তি। করিন্থিয়াস গোলরক্ষক হুগো সৌজা অন্যতম বড় চমক ব্রাজিলের স্কোয়াডে। এছাড়া, লিও ওস্তিজ, মার্তিনেল্লিদের নিয়ে নতুন মিশনে নামার অপেক্ষায় আনচেলত্তি।
আগামী ৬ জুন ইকুয়েডর এবং ১১ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বাছাইপর্বে ১৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের চার নম্বরে সেলেসাওরা। ১৪ ম্যাচে সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে তিন নম্বরে উরুগুয়ে। কনমেবল অঞ্চল থেকে প্রথম চার দল বিশ্বকাপে সরাসরি খেলবে। হাতে বাকি থাকা ৪ ম্যাচে ব্রাজিলকে মেলে ধরতে হবে নিজেদের।