মাকে আইসিইউতে রেখেই ইংল্যান্ড যাচ্ছেন গম্ভীর

আগামী শুক্রবার (২০ জুন) শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গত ৭ জুন আগেভাগেই ইংল্যান্ড চলে যায় টিম ইন্ডিয়া। দলের সঙ্গে ভারত ছেড়ে গিয়েছিলেন কোচ গৌতম গম্ভীরও। কিন্তু মায়ের অসুস্থতার খবর শুনে আবার দেশে ফিরেন তিনি।
জানা গেছে, হার্ট অ্যাটাক করে দিল্লির একটি হাসপাতালের ভর্তি হন গম্ভীরের মা। অবস্থার অবনতি হলে পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। মূলত এই খবর শুনেই গত ১০ জুন দেশে ফিরে আসেন গম্ভীর। গত কয়েক দিন তিনি মায়ের সঙ্গেই ছিলেন।
তবে, আগামী শুক্রবারের ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিতেই হচ্ছে গম্ভীরকে। সেজন্য আজ সোমবার (১৬ জুন) রাতেই দিল্লি ছাড়বেন তিনি। আগামীকাল মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। গম্ভীর যখন দিল্লি ছাড়ছেন তখনও তার মা আইসিইউতেই ভর্তি আছেন। তবে এখন তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।
খেলাধূলা ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো বলছে, গত কয়েক দিনে গম্ভীরের মায়ের শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটেছে।
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে নতুন পথচলা শুরু হচ্ছে ভারতের। দলের অভিজ্ঞ দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। টেস্টের নতুন অধিনায়ক করা হয়েছেন শুভমান গিলকে। তার নেতৃত্বেই প্রায় ছয় মাস পরে টেস্ট খেলতে নামবে ভারত। সেক্ষেত্রে ইংলিশদের বিপক্ষে ২০ জুন কঠিন পরীক্ষাই দিতে হবে ভারতকে।
এদিকে, গম্ভীর ভারতে থাকা অবস্থায় ইংল্যান্ডে সফররত ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত জাতীয় দল। গম্ভীরের অনপুস্থিতে দলের দেখভাল করেছেন সহকারী কোচ রায়ান টেন ডেসকাট ও সীতাংশু কোটাক এবং বোলিং কোচ মরনে মরকেল।