মাঠকর্মীকে অপমান করে নতুন বিতর্কে গম্ভীর

ভারত-ইংল্যান্ডের চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ ম্যাচ ছিল বেশ ঘটনাবহুল। বেশ বিতর্ক দেখা গেছে এই ম্যাচে। ম্যাচ শেষে পাল্টাপাল্টি অভিযোগ করতে শোনা যায় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে। সেই রেশ না কাটতেই আবার নতুন বিতর্কে জড়ালেন গম্ভীর। পঞ্চম ম্যাচের ভেন্যু দ্য ওভালের কিউরেটরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) অনুশীলন ছিল ভারতের। সেসময় সাংবাদিকদের ধারণ করা এক ভিডিওতে দেখা যায় ওভালের কিউরেটর লি ফোর্টিসের সঙ্গে আঙ্গুল উচিয়ে কথা বলছেন গম্ভীর।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কিউরেটর ফোর্টিসকে উদ্দেশ্য করে বলছেন, ‘আমরা কী করবো, তা বলতে পারো না তুমি।’
ঘটনার সুত্র না জানা গেলেও গম্ভীরকে বেশ কয়েকবার এই কথা বলতে শোনা যায়। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ভারতীয় প্রধান কোচ বলেন, ‘তুমি স্রেফ একজন গ্রাউন্ডসম্যান, তোমার জায়গায় থাকো। আমরা কী করবো, তা বলতে পারো না তুমি।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফোর্টিসকে শান্ত করার চেষ্টা করেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। তবে, এই ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে। এই মাঠের মালিকপক্ষ সারে কাউন্টি ক্রিকেট ক্লাবও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। ৪ ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত।