লারাকে চ্যালেঞ্জ জানিয়েও রেকর্ড ছোঁয়া হলো না মুল্ডারের

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার রেকর্ড ছুঁতে আর মাত্র ৩৩ রান রান দরকার ছিল। সবাই হয়তো টেস্ট ক্রিকেটের নতুন এক রেকর্ড দেখার অপেক্ষা করছিল। সাংবাদিকেরাও হয়তো নতুন এক ইতিহাস লেখার প্রস্তুতি নিচ্ছল। কিন্তু সবকিছু থামিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক উয়ান মুল্ডার। সবাইকে অবাক করে দিয়ে মধ্যাহ্ন বিরতির পরে আর মাঠেই নামলেন না অপরাজিত থাকলেন ৩৬৭ রানে। কে জানে, হয়তো কিংবদন্তির রেকর্ডকে জীবন্ত রাখতে চেয়েছিলেন। সম্মান দেখালেন ক্যারিবিয়ান কিংবদন্তিকে।
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রানের ইনিংসটি খেলেছেন ব্রায়ান লারা। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত থেকে ইনিংসিটি শেষ করেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে মুল্ডার যেভাবে খেলছিলেন তাতে আর কিছুক্ষণ পরই হয়ত নতুন এক বিশ্বরেকর্ড দেখা যেত, কিন্তু তিনি তা না করেই ফিরে এলেন।
লারার রেকর্ড ভাঙা না হলেও দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ৩৩৪ বলে ৩৬৭ রানের ইনিংসটি টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।
হাশিম আমলার পর দ্বিতীয় প্রোটিয়া ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। হাশিম আমলা ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে অপরাজিত ৩১১ রানের ইনিংস খেলেন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবেও সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস ছিল গ্রায়েম স্মিথের। ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ২৭৭ রানের ইনিংস খেলেন।
আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন মুল্ডার। টেস্টে তিনশর কম বলে ট্রিপল সেঞ্চুরি করেছেন দুজন। দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন মুল্ডার। এই তালিকায় তার ওপরে আছেন শুধু সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি।