লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে ট্রায়ালে অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা

দেশের ফুটবল প্রাণ ফিরে পেয়েছে নতুন করে। প্রবাসী ফুটবলাররা আসছে, সম্ভাবনাময় তরুণদের নিয়ে কাজ চলছে। সাথে ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসও বাড়ছে। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে অক্টোবরে। যে কারণে বয়সভিত্তিক এই দলে প্রতিভার খোঁজে ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে। লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রায়ালে এসছে তরুণ ফুটবলাররা।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় স্টেডিয়াম ঢাকায় ট্রায়াল শুরু হয়েছে। ৪ দিনব্যাপী এই ট্রায়াল চলবে ১১ জুলাই পর্যন্ত। সারাদেশ থেকে ৯০ জন খেলেয়াড় নিয়ে এই আয়োজন করা হয়েছে। দুই ভাগে ট্রায়ালটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম গ্রুপ ৮ ও ৯ তারিখ অনুশীলন করবে এবং দ্বিতীয় গ্রুপ ১০ ও ১১ তারিখ অনুশীলন করবে।
ট্রায়ালের তত্ত্বাবধানে আছেন এলিট একাডেমির হেড কোচ গোলাম রাব্বানী। ট্রায়াল থেকে চূড়ান্ত অনুশীলনের জন্য ৪০ থেকে ৪৫ জনকে রাখার পরিকল্পনা পরিকল্পনা আছে তার।
প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ৮টি বিভাগে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের নিয়ে হয়েছে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করে। মোহাম্মদপুরে অনূর্ধ্ব-১৭ ডেভেলপমেন্ট কাপের আয়োজন করা হয়। গত বছর বাফুফে একাডেমি কাপ থেকেও ফুটবলার বাছাই করা হয়েছে।
ট্রায়ালে আসা খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প করা হয়েছে কমলাপুরে। সেখানেই তাদের জন্য সকল ব্যবস্থা করেছে বাফুফে। প্রবাসী ফুটবলারদের এই ট্রয়ালে দেখা যায়নি। তবে তাদের জন্য বাফুফের দরজা খোলা আছে বলে জানান গোলাম রাব্বানী।