বিমান দুর্ঘটনায় নিহতদের জয় উৎসর্গ বাংলাদেশের

সাফের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় সোমবার (২১ জুলাই) বাংলাদেশ পেয়েছে ৪-০ গোলের দাপুটে জয়। টানা ছয় জয়ে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন।
কিন্তু এমন জয়ের পরও বিষাদের ছোঁয়া। দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হওয়া বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ২০ জন। আহত হন দেড় শতাধিক। মাঠে আসার আগে খবর পেয়েছে বাংলাদেশ দল৷ তখনই ভেবেছে, ম্যাচ জিততে হবে।
শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন জয় উৎসর্গ করার কথা। স্মরণ করেছেন নিহত ও আহতদের।
আফঈদা বলেন, ‘আমরা আজকে মাঠে আসার আগে একটা দুর্ঘটনার খবর শুনেছি। আমরা ভেবেছি তাদের জন্য খেলব, জিতব। আল্লাহর রহমতে আমরা পেরেছি। এই জয়টা মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করতে চাই।’
সন্ধ্যায় ম্যাচ শুরুর আগে পালন করা হয় এক মিনিটের নিরবতা।