১০ বছর পর টেস্ট ক্রিকেটে আবারও এক বিরল ঘটনা

লর্ডসে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। দুই দলের এই টেস্ট প্রথম দিন থেকেই বিভিন্ন কারণে আলোচনায়। গণমাধ্যমের শিরোনামও হয়েছে এর বিভিন্ন ঘটনা। দুই দলের প্রথম ইনিংস শেষে ঘটলো আরও একটি ঘটনা। ফিরে এলো টেস্ট ক্রিকেটে ১০ বছর আগের এক স্মৃতি।
লর্ডসে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৮৭ রান তুলেছিল ইংল্যান্ড। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতও থেমেছে একই জায়গায়। ৩৮৭ রান তুলে অলআউট হয়েছে তারা। প্রথম ইনিংসে দুই দলই সমান রান তুলেছে।
টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে হাতে গোনা কয়েকবার। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ম্যাচ খেলা হয়েছে ২ হাজার ৫৯৪টি। যেখানে প্রথম ইনিংসে দুই দলের সমান স্কোর দেখা গেল এই নিয়ে মোটে ৯ বার।
সবশেষ এমন দেখা গিয়েছিল ২০১৫ সালে। হেডিংলিতে নিজেদের প্রথম ইনিংসে সমান রান করেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করেছিল ৩৫০ রান। এরপর ইংল্যান্ডের ইনিংসও থেমেছিল একই জায়গায়। সে ম্যাচে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে অবশ্য ১৯৯ রানের বড় জয় পেয়েছিল নিউজিল্যান্ড।
ইংল্যান্ড-ভারত ম্যাচের জয়-পরাজয় নিয়ে অবশ্য এখনই কিছু বলা যাচ্ছে না। তৃতীয় দিন শেষে মাত্র এক ইনিংস করে ব্যাট করতে পেরেছে দুই দল। আজ রোববার চতুর্থ দিন শেষেই বোঝা যাবে কোনদিকে যাচ্ছে ম্যাচের গতিপথ।