মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন এমআই নিউইয়র্ক

ম্যাচের মূল রোমাঞ্চটা শুরু হয় শেষ ওভারে। ৬ বলে ১২ রান দরকার ছিল ওয়াশিংটনের। উইকেটে সেট হয়ে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও গ্লেন ফিলিপস। শেষ ওভারে বোলিং করতে আসেন নিউইয়র্কের রুশিল উগারকার। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে প্রথম তিন বলে দিলেন ২ রান, চতুর্থ বলে ম্যক্সওয়েলকে ক্যাচ বানিয়ে ফেরান। এরপর শেষ দুই বলে ফিলিপস আর স্ট্রাইকই পাননি। অসাধারণ এক ওভার করে মাত্র ৬ রান দিলেন। ৫ রানের জয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে এমআই নিউইয়র্ক।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে টেসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে এমআই নিউইয়র্ক। কুইন্টন ডি কক ও মোনাঙ্ক প্যাটেল উদ্বোধনী জুটিতেই ৭২ রান তুলে ফেলেন মাত্র ৭.১ ওভার।
২২ বলে ২৮ রান করে মোনাঙ্ক প্যাটেল ফিরে গেলেও ডি কক ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় করেন ৭৭ রান। এরপর শেষ দিকে কুনওয়ারজিত সিংয়ের ১৩ বলে ২২ রানের ইনিংসের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে নিউইয়র্ক। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লকি ফার্গুসন।
১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওভারেই দারুণ ছন্দে থাকা মিচেল ওয়েন ও আন্দ্রেস গাউস আউট হয়ে যান। এরপর রাচিন রাভিন্দ্রা ও জেইক এডওয়ার্ডস মিলে ৮৪ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকে। ২ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩৩ রান করে ফেরেন এডওয়ার্ডস। ৮ চার ও ২টি ছক্কায় ৪১ বলে ৭০ রান করে আউট হন রাভিন্দ্রা।
ম্যাচ জিততে শেষ ৩ ওভারে ৪১ রান দরকার ছিল ওয়াশিংটনের। ১৮ ও ১৯তম ওভারে গ্লেন ফিলিপস ও গ্লেন ম্যাক্সওয়েল মিলে তুলে নেন ২৯ রান। ৫ ছক্কায় ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন ফিলিপস।
শেষ ওভারে দরকার ছিল ১২ রান। কিন্তু উগারকারের অসাধারণ বোলিংয়ে আর লক্ষ্যে পৌঁছানো হয়নি ওয়াশিংটনের। ২০ ওভারে ১৭৫ রানেই তাদের ইনিংস থেমে গেলে ৫ রানে জয় পায় এমআই নিউইয়র্ক।
এমআই ফ্র্যাঞ্চাইজি এ বছর বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মিলে তৃতীয় শিরোপার দেখা পেল। এর আগে এসএ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয় এমআই কেপটাউন এবং উইমেন’স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স।