রেকর্ড গড়লেন স্টার্ক

জ্যামাইকার সাবিনা পার্কে নিজের শততম টেস্ট খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গোলাপি বলের টেস্টে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। বাঁহাতি এই পেসাররের গতির দাপটেই মাত্র ২৭ রানে অলআউট হয়েছে লজ্জার রেকর্ডে গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জ্যামাইকার সাবিনা পার্কে তৃতীয় টেস্টে গতকাল (১৪ জুলাই) রাতে ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অলআউট হলে ১৭৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ বলেই ৫ উইকেট তুলে নেন স্টার্ক, টেস্ট ক্রিকেটে যা দ্রুততম। একই সাথে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি পেসার।
টেস্টে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নেওয়ার তালিকায় স্টার্কের পরে যে তিনজন আছেন, তারা সবাই ১৯ বল খরচ করে ৫ উইকেট পেয়েছেন। আর্নি টোশ্যাক (অস্ট্রেলিয়া) ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে, স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও স্কট বোল্যান্ড (অস্ট্রেলিয়া) ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই তিন ক্যারিবীয় ব্যাটারকে ফিরিয়ে দারুণ শুরু করেন স্টার্ক। জন ক্যাম্পবেল, কেভলন অ্যান্ডারসন ও ব্রেন্ডন কিং তিনজনকেই শূন্যরানে ফিরিয়েছেন এই বাঁহাতি পেসার।
এরপর নিজের তৃতীয় ওভারে লুইস ও শাই হোপকে ফেরান স্টার্ক। এতেই মাত্র ১৫ বলের মধ্যে ৫ উইকেট পেয়ে যান তিনি।
১৫তম ওভারে জেইডেন সিলসকে বোল্ড করে ষষ্ঠ উইকেটের দেখা পান স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ৭.৪ ওভার বল করে ৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সিরিজসেরাও হয়েছেনিএই অসি পেসার।