ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে ফ্রাঙ্ক ওরেল ট্রফির তিন ম্যাচের টেস্ট সিরিজটা একতরফাভাবেই শেষ হলো। তৃতীয় টেস্টে লজ্জার রেকর্ড গড়ে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়েছে ক্যারিবীয়ানরা। অসি পেসারদের গতির কাছে পরাস্ত হয়ে দ্বিতীয় ইনিংসে ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই গুটিয়ে গেছে তারা।
জ্যামাইকার সাবিনা পার্কে তৃতীয় টেস্টে গতকাল (১৪ জুলাই) রাতে ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। প্রথম ওভারেই তিন ক্যারিবীয় ব্যাটারকে ফিরিয়ে দারুণ শুরু করেন বাঁহাতি পেসার স্টার্ক।
এরপর নিজের তৃতীয় ওভারে স্টার্ক আরো দুই ব্যাটারকে তুলে নিলে ৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৫ উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়েন এই অসি পেসার।
ষষ্ঠ ওভারে জশ হ্যাজেলউডের বলে জশ ইংলিশের হাতে ক্যাচ দিয়ে ক্যারিবীয়ান অধিনায়ক রোস্টন চেস যখন ফিরছেন তখন তাদের স্কোরবোর্ডে সংগ্রহ ৬ উইকেট হারিয়ে মাত্র ১১ রান। এমন অবস্থায় মনে হচ্ছিল যে তারা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছে। জোসেফ ও গ্রেভস ১৫ রানের জুটি গড়ে এবারের যাত্রায় তাদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন।
কিন্তু ১৪তম ওভারে আরেক পেসার স্কট বোলান্ড ত্রাস হয়ে ওঠেন ওয়েস্ট ইন্ডিজের জন্য। ওভারের প্রথম তিন বলেই তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করলেন। ২৬ রানে ৯ উইকেট হারানো ক্যারিবীয়ানরা তখনও টেস্ট ইতহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়া থেকে বের হতে পারেনি।
টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২৬। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
এরপর ১৫তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিলে তাদের দলীয় স্কোর হয় ২৭। এইবারের মতো তারা রক্ষা পেয়ে গেলেন। কিন্তু পরের বলেই ওয়েস্ট ইন্ডিজের দশম উইকেট তুলে নেন স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজ ১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট হলে ১৭৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। একই সাথে সিরিজসেরার পুরস্কারও উঠেছে এই অসি পেসারের হাতে। ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্ট জয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।