নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন যারা

অক্টোবরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
৩৬ বছর বয়সী স্টয়নিস গত বছর নভেম্বরের পর আর অস্ট্রেলিয়ার হয়ে খেলেননি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। তবে নিয়মিতই খেলছেন ফ্রাঞ্চাইজি লিগ। সম্প্রতি শেষ হওয়া দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে ভালো পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। তার দল ফাইনালে ওভাল ইনভিন্সিবলের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছে।
স্টইনিস ছাড়াও ফিরেছেন মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট ও হাভিয়ের বার্টলেট। অন্যদিকে, আলেক্স ক্যারি ও অ্যারন হার্ডি দলে নেই। এই দুজন চোটে পড়া খেলোয়াড়দের বদলি হিসেবে আগের সিরিজে দলে জায়গা পেয়েছিলেন।
নাথান এলিস খেলছেন না এই সিরিজে। প্রথম সন্তানের জন্ম উপলক্ষে স্ত্রী কনির পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া এই সিরিজে নেই দুই তারকা পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। স্টার্ক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, আর কামিন্স পিঠের চোটে ভুগছেন। অ্যাশেজের আগে চোট সেরে ওঠার চেষ্টায় আছেন অসি টেস্ট অধিনায়ক।
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে ১ অক্টোবর। পরের দুটি ম্যাচ হবে ৩ ও ৪ অক্টোবর।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, হাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।