শ্রীলঙ্কার টপ অর্ডারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ

প্রতিপক্ষের মাঠ হলেও পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের হয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুখস্মৃতি আছে বাংলাদেশের। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আজ বুধবার (১৬ জুলাই) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। তবে, স্বাগতিকদের টপ অর্ডারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ।
প্রথম ওভারের শেষ বলে সাফল্য পায় বাংলাদেশ। ওপেনার কুশল মেন্ডিসকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। কুশলের ব্যাট থেকে আসে ৬ রান। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে আজ একাদশে আসেন শেখ মেহেদি হাসান। বল হাতে দলকে উইকেট এনে দেন তিনি। মেহেদির ডেলিভারিতে তানজিদ তামিমের হাতে ক্যাচ তুলে গোল্ডেন ডাকের লজ্জা পান কুশল পেরেরা।
দিনেশ চান্দিমাল হতে পারতেন লঙ্কানদের ভরসা। তাকেও ফেরান শেখ মেহেদি। ৪ রান করে জাকের আলীর তালুবন্দি হন চান্দিমাল। এখানেই থামেননি মেহেদি। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে বোল্ড করে বাংলাদেশকে চালকের আসনে বসান তিনি। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৩ রান। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকরা আছে ব্যাকফুটে।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
প্রথম ম্যাচে হারের পর বাড়ে সমালোচনার মাত্রা। সেটি সয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ম্যাচে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি খেলার পর সমতা ১-১। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তাই হয়ে পড়ে অলিখিত ফাইনাল। সেই ফাইনালের একাদশে দুই পরিবর্তন এনেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেন শেখ মেহেদি হাসান। অন্যদিকে, তানজিম সাকিবকে জায়গা ছেড়ে দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা।