সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বুধবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। দুই ম্যাচে শেষে ১-১ সমতায় আছে সিরিজ। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা।
পাল্লেকেলের এই মাঠে অনুষ্ঠিত শেষ ১০টি টি-টোয়েন্টির পরিসংখ্যান বলছে, এখানে আগে ব্যাট করা দল হেরেছে ১০ ম্যাচের ৯টিতেই। গড়ে প্রথম ইনিংসের সংগ্রহ ১২৫ রান। টি-টোয়েন্টির বিবেচনায় যা খুব সামান্য পুঁজি।
প্রেমাদাসায় বাংলাদেশের সুখস্মৃতি আছে। এই মাঠে খেলা ৭টি টি-টোয়েন্টির ৩টিতে জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তাড়া করে এখানেই ঐতিহাসিক ম্যাচ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সফরকারীরা পরের ম্যাচে তুলে নেয় ৮৩ রানের জয়। টি-টোয়েন্টির বিবেচনায় যা বিশাল ব্যবধান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দারুণ করেছে বাংলাদেশ। দেখিয়েছে দলগত পারফরম্যান্সের সম্মিলন।