উন্মোচিত হলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি

শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের তরতাজা স্মৃতি সঙ্গী করে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষ পাকিস্তান। আগামীকাল রোববার (২০ জুলাই) থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে আজ উন্মোচিত হয়েছে সিরিজের ট্রফি।
আসন্ন সিরিজের স্কোয়াডে অবশ্য কোনো চমক রাখেনি বিসিবি। লঙ্কাবধের সারথি সবাইকেই রাখা হয়েছে। অপরিবর্তিত দল নিয়ে পাকিস্তান মিশনে নামবে বাংলাদেশ। মিরপুরে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন কাটানো বাংলাদেশ দলের বড় সমস্যা, ধারাবাহিকতার অভাব। শ্রীলঙ্কায় টানা দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশ ধারাবহিক না হলে পাকিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়ার শঙ্কা আছে। চ্যালেঞ্জটা তাই ঘরের মাঠে ধারাবাহিকতা ধরে রাখার।
এর আগে গত মে-জুনে পাকিস্তানের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে স্বাগতিক ছিল পাকিস্তান। ঘরের মাঠে বাংলাদেশের সামনে এবার তাই প্রতিশোধ নেওয়ার সুযোগ।