টিভি ও অনলাইনে বাংলাদেশের খেলা দেখবেন যেভাবে

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম সেজেছে নতুনভাবে। দীর্ঘ ৯ মাসের বেশি সময় পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ রোববার (২০ জুলাই) মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
যারা টিকিট কেটেছেন, তারা উপভোগ করবেন মাঠে বসে। মাঠে বসে সবার খেলা দেখা সম্ভব নয়। বাকিদের কারও চোখ থাকবে টিভি পর্দায়, কেউ দেখবেন মুঠোফোনে।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি টিভিতে সরাসরি দেখাবে দেশের দুটি চ্যানেল—টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া, টেন স্পোর্টসে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে স্ট্রিম করতে পারেন টি-স্পোর্টস অ্যাপ ও স্পোর্টসজেএক্স অ্যাপ।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
অ্যাকুওয়েদারের হিসেবেও সন্ধ্যায় ঢাকায় বৃষ্টি হতে পারে। বিকেল থেকে একটু একটু করে কমত পারে তাপমাত্রা। দমকা হাওয়াসহ আসতে পারে বৃষ্টি।
মিরপুরের মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় মোটামুটি মানের বৃষ্টি হলে খেলা বন্ধ না হওয়ার সম্ভাবনা বেশি।