বিমান দুর্ঘটনায় হতাহতদের ম্যাচ উৎসর্গ বিসিবির

কিছু শোক সইবার নয়। তবু সয়ে যেতে হয়। শোককে পরিণত করতে হয় শক্তিতে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি।
এমন ম্যাচের আগে আলোচনায় থাকার কথা ছিল দেশের ক্রিকেটের। কিন্তু, তা নেই। থাকার কথা নয়। সবার ভাবনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হয়ে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা। যে ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে।
পেশাদারত্বের জায়গা থেকে আজ মঙ্গলবার (২২ জুলাই) মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে কিছু উদ্যোগ। ইতোমধ্যে বিসিবি জানিয়েছে, ম্যাচটি তারা উৎসর্গ করবেন দুর্ঘটনায় হতাহতদের। ফল ছাপিয়ে এদিন যেন মাঠে নামাটাই অনেক বড় ব্যাপার।
সারাদেশে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিসিবিতেও জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। ব্যবস্থা করা হয়েছে দোয়া ও প্রার্থনার। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলা শুরুর আগে দুদল এক মিনিট নিরবতা পালন করবে। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। খেলা চলাকালীন স্টেডিয়ামে কোনো গান-বাজনা রাখা হবে না।