একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

প্রথম ম্যাচে ব্যাটে-বলে অসাধারণ ছন্দ দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে এগিয়ে গেছে সিরিজে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশের জন্য নিয়েছে এসেছে সুযোগ। জিতলেই সিরিজ নিজেদের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এমন ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন শরিফুল ইসলাম। ওপেনার তানজিদ হাসান তামিমকে বসিয়ে একাদশে আনা হয়েছে নাঈম শেখকে।
ছন্দে আছে বাংলাদেশ দল। যে দলটা টানা ছয় টি-টোয়েন্টিতে হেরেছে, তারাই জিতেছে পরপর তিন ম্যাচে। শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর পর ঘরের মাঠে পাকিস্তানকে রীতিমতো ধরাশায়ী করেছে। সাত উইকেটের জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ।
আজকের ম্যাচে পাকিস্তান চাইবে ঘুরে দাঁড়াতে। সিরিজ বাঁচাতে সফরকারীদের জিততেই হবে। বাংলাদেশের হিসেবটা ভিন্ন। আজই সিরিজ নিশ্চিত করে শেষ ম্যাচে নির্ভার থাকতে হলে জিততে হবে। নইলে শেষ টি-টোয়েন্টি পরিণত হবে অলিখিত ফাইনালে। ঘরের মাঠে চেনা দর্শকের সামনে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে আজ সিরিজ নিশ্চিত করতে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।