একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

সিরিজ নিশ্চিত হয়েছে আগে। বাংলাদেশের সামনে সুযোগ পাকিস্তানকে প্রথমবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার। সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে লড়াইয়ে নেমেছে স্বাগতিকরা।
আজকের ম্যাচে বলা চলে এক্সপেরিমেন্ট করছে দল। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ এই সিরিজে প্রথমবার একাদশে এলেন। প্রথম ম্যাচের পর বাদ পড়া তাসকিন আহমেদ ও তানজিদ তামিম ফিরেছেন।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে। আফগানিস্তানকে টপকে তারা ৯ নম্বরে উঠে আসবে। টানা ২টি সিরিজ জয় তো নিশ্চিত হয়েছেই বাংলাদেশের, এখন টানা চার ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে রেটিং পয়েন্টে উন্নতি করতে চাইবে লিটন-জাকেররা।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।