বাংলাদেশের হতাশা বাড়িয়ে বড় রানের দিকে ছুটছে পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) তৃতীয় ম্যাচে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে, ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে হতাশ করে চলছিলেন পাকিস্তানের দুই ওপেনার। বড় রানের ইঙ্গিত দিচ্ছিলেন তারা।
অবশেষে বাংলাদেশকে স্বস্তির উইকেট এনে দিয়েছেন নাসুম আহমেদ। স্বস্তির উইকেটও অবশ্য বাংলাদেশকে স্বস্তি দিতে পারছে না। স্বাগতিকদের হতাশা বাড়িয়ে বড় রানের দিকে ছুটছে পাকিস্তান।
তৃতীয় ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন আনে পাকিস্তান। ফখর জামানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে সাইম আইয়ুবকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন শায়েবজাদা ফারহান। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৪৭ বলে ৮২ রান। ১৫ বলে ২১ রান করে সাইম ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর অবশ্য পাকিস্তানকে কিছুটা চেপে ধরেছে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সুবিধা করতে পারেননি শায়েবজাদা ফারহান আর মোহাম্মদ হারিস।
৪১ বল থেকে ৬৩ রান করে শায়েবজাদা ফিরলে ভাঙে ২০ বলে ১১ রানের জুটি।
একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে লড়াইয়ে নেমেছে স্বাগতিকরা। আজকের ম্যাচে বলা চলে এক্সপেরিমেন্ট করছে দল। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ এই সিরিজে প্রথমবার একাদশে এলেন। প্রথম ম্যাচের পর বাদ পড়া তাসকিন আহমেদ ও তানজিদ তামিম ফিরেছেন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
হোয়াইটওয়াশের ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সিরিজ শুরু আগে যদি বলা হতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, হেসে উড়িয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকত না। দুই ম্যাচ শেষে এখন উঁকি দিচ্ছে সেই সম্ভাবনা। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।