চমক রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের দল ঘোষণা

আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান। সিরিজে তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আসন্ন এই সিরিজের জন্য পৃথক দুটি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লডারহিলে। বাংলাদেশ সময় অনুযায়ী ১ আগস্ট সকালে প্রথম ম্যাচ, এরপর ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। এই সংস্করণে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন সালমান আগা। ১৬ সদস্যের দলে পেসার শাহিন শাহ আফ্রিদি ফিরলেও বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জায়গা হয়নি এবারও। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজেই দলে ছিলেন না শাহিন। আরো দুই পেসার হাসান আলী ও হারিস রউফ দলে ফিরেছেন।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে আগস্টের ৯ তারিখ, এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ১০ ও ১২ তারিখ। এই সংস্করণে নেতৃত্ব দিবেন রিজওয়ান। ১৬ সদস্যের দলে নতুন এসেছেন হাসান নাওয়াজ।
পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
পাকিস্তান ওয়ানডে দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সালমান আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।