শেষ বলের নাটকীয় জয়ে সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ

জয়টা অধরা হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হোয়ইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে বসে ওয়েস্ট ইন্ডিজ। তবে আজ রোববার (৩ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে শেষ বলের নাটকীতার শেষে ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে ক্যারিবিয়ানরা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৪ রান, শাহিন আফ্রিদির বলে চার মেরে সেই সমীকরণ মেলান ক্যারিবিয়িান অলরাউন্ডার জেসন হোল্ডার।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করে পাকিস্তান। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফখর-আগারা। পাওয়ার প্লেতে ৬ ওভারে মাত্র ২৪ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। দ্বিতীয় ওভারের শেষ বলে সাইম আইয়ুব ফিরেন মাত্র ৭ রান করে। এরপর শাহিবজাদা ফারহান (৩) ও মোহাম্মদ হারিস (৪) করে সাজঘরে ফিরেন। চতুর্থ উইকেটে বিপর্যস্ত পাকিস্তানকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেও পারেননি ফখর জামান। ১৯ বলে করেন ২০ রান করে ফিরেছেন তিনি।
তবে অধিনায়ক সালমান আগা ও হাসান নওয়াজ মিলে ৬০ রানের জুটি গড়ে পাকিস্তানকে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকিয়ে রাখেন। ২৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন নাওয়াজ এবং ৩৩ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৮ রান করেন আগা। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। এ ছাড়া গুদাকেশ মোতি নেন ২ উইকেট।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে ফিরেন ক্যারিবীয় ওপেনার অলিক আথানাজে। এরপর তারাও আসা-যাওয়ার মধ্যেই ছিল, দলীয় রান একশ হওয়ার আগেই ৭ উইকেট হারায় তারা। শেষ ১৯ বলে ৩৬ রান দরকার ছিল। অষ্টম উইকেটে হোল্ডার-রোমারিও শেফার্ড মিলে ২৯ রানের জুটি গড়ে জয়ের কাছাকাছি নিয়ে যান দলকে। শেফার্ড ১১ বলে ১৫ রান করেন, অধিনায়ক শাই হোপ ধীরগতির ইনিংসে ৩০ বলে করেন ২১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২০ বলে সর্বোচ্চ ২৮ রান করেছেন গুদাকেশ মোতি। হোল্ডার ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।
ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত। ১ বলে তাদের প্রয়োজন ছিল ৪ রান। স্ট্রাইকে ছিলেন হোল্ডার, শাহিন আফ্রিদি ওয়াইড দিলে ১ রান পেয়ে যায় তারা। এরপর তার পায়ে দেওয়া বল থার্ড উইকেটে ঠেলে দিয়ে বাউন্ডারি আদায় করেন এই অলরাউন্ডার। এতেই ২ উইকেটে জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ সর্বোচ্চ ৩টি এবং সাইম আইয়ুব দুটি উইকেট তুলে নিয়েছেন।
ম্যাচ জয়ের নায়ক জেসন হোল্ডারের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ছয় ম্যাচ পর জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ১৪ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।
আগামীকাল একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুদল।